কলকাতা: সন্দেশখালির সড়বেড়িয়ায় ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা সংক্রান্ত মামলায় এদিন উল্লেখযোগ্য নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত৷ ঘটনার পরে এতদিন কেটে গেলেও শাহজাহান(Shahjahan Sheikh) সহ মূল অভিযুক্তেরা এখনও কেন অধরা এদিন সেই প্রশ্ন তোলেন বিচারপতি৷ আর অন্যদিকে, আদালত চত্বরে দাঁড়িয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র অনাস্থা প্রকাশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির(ED) আইনজীবী৷

সেদিনের ঘটনার সিবিআই তদন্ত দাবি করে ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, ‘‘৩০০০ বেশি জমায়েত করে ইডি উপরে আক্রমণ। এফআইআর অনুযায়ী ডাকাতির ঘটনা। কেন পুলিশ এগিয়ে এসে বলছে না। ২০ অভিযুক্তকেই চিহ্নিত করা গেছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ মূল অভিযুক্ত কে ঠান্ডা ঘরে (Chilled the accused) রাখার ব্যবস্থা করে দিয়েছে। সব নিয়ে এই তদন্ত সঠিক ভাবে করতে ব্যর্থ। সিবিআই-কে তদন্তভার দেওয়া হোক।

আরও পড়ুন: ‘প্রতারণা’ মামলায় বিরাট ধাক্কা নুসরতের! আবেদনে মিলল না সাড়া, কড়া অবস্থান আদালতের

অন্যদিকে এদিন শাহজাহান শেখের(Shahjahan Sheikh) বাড়ির বাইরে পুলিশ পিকেট বসানোর কথা আদালতে জানান রাজ্যের এজি কিশোর দত্ত৷ তিনি ইডির বিরুদ্ধে পাল্টা সওয়াল করেন, ‘‘ইডি বলছে সকালে শাহজাহান তাঁর বাড়িতেই ছিল। কোন তথ্যের ভিত্তিতে এটা বলছে ইডি? তার উল্লেখ নেই কেন? রাজ্যের কাছে CDR তথ্য রয়েছে। সকাল ৭:১৫ থেকে ১০:৩০ পর্যন্ত ওই এলাকায় ছিল শাহজাহান(Shahjahan Sheikh) মোবাইল। কিন্তু বাড়িতেই ছিল শাহজাহান(Shahjahan Sheikh), এমন তথ্য কোথা থেকে ইডি জানল, এর কোনও উল্লেখ নেই।’’ দু’পক্ষের সওয়াল শুনে শাহজাহানের(Shahjahan Sheikh) বাড়ির সামনে দ্রুত সিসিটিভি ইনস্টল করতে বললেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্যদিকে, ইডির আশঙ্কাকে গুরুত্ব দিয়েই শুক্রবারের বদলে মঙ্গলবারই পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে৷

 

One thought on “Shahjahan Sheikh ED : শাহজাহানের বাড়ির সামনেই সিসিটিভি! তৃণমূল নেতাকে ধরতে এবার কড়া নির্দেশ আদালতের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *